মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাসহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৪ এপ্রিল ২০২৩ থেকে ২৩ মে ২০২৩ পর্যন্ত অনলাইনে পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন করতে পারবে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত কাভার করার চেষ্টা করবো।
স্বপ্ন ইশকুল এর পাঠকদের জন্য ২০২৩ শিক্ষাবর্ষে পি.এইচ.ডি স্তরের গবেষকদের জন্য বৃত্তি এবং ফেলোশিপ পাওয়ার বিষয়ে সব কিছুই জানাবো। সাথেই থাকুন, এবং এই সংক্রান্ত অন্য যেকোন তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করুন।
সূচীপত্র
পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত বিষয় সমূহে গবেষনায়রত পিএইচডি গবেষক শিক্ষার্থীদের জন্য মাসিক ২৫,০০০ টাকা হারে সহায়তা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দ্বারা পরিচালিত এই আর্থিক সহায়তা পেতে নির্ধারিত কিছু নিয়ম অনুসরণ করতে হয় এবং নূন্যতম কিছু যোগ্যতা থাকতে হয়।
০৬ জুলাই ২০২২ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচ.ডি. ফেলোশিপ ও বৃত্তি নির্দেশিকা বা গাইডলাইন প্রস্তুত করেছে যা অনুসরণ করে এই বৃত্তি প্রদান করা হবে।
আরও পড়ুনঃ ৭ই মার্চের ভাষণ এর বৈশিষ্ট্য, গুরুত্ব ও তাৎপর্য
পি এইচ ডি ফেলোশিপ প্রদানের ক্ষেত্র
চলুন এবার জানা যাক কোন কোন বিষয়ে গবেষনার ক্ষেত্রে গবেষকদের পি এইচ ডি বৃত্তি বা ফেলোশিপ প্রদান করা হবে সে সম্পর্কে। আপনি যদি নিম্নের বিষয় সমূহে এই গবেষনা করে থাকেন তাহলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
ক্রম | গবেষনার ক্ষেত্র (বাংলায়) | গবেষনার ক্ষেত্র (ইংরেজিতে |
---|---|---|
০১ | সামাজিক বিজ্ঞান | Social Science |
০২ | কলা ও মানবিক | Arts & Humanities |
০৩ | ব্যবসায় শিক্ষা | Business Studies |
০৪ | সমুদ্র বিজ্ঞান | Marine Science |
০৫ | আইন | Law |
০৬ | ভৌত বিজ্ঞান | Physical Science |
০৭ | ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | Engineering & Technology |
০৮ | বিজ্ঞান | Science |
০৯ | জীব বিজ্ঞান | Biological Science |
১০ | শিক্ষা ও উন্নয়ন | Education & Development |
১১ | চিকিৎসা বিজ্ঞান | Medical science |
১২ | চারু ও কারু | Fine Arts |
১৩ | কৃষি বিজ্ঞান | Agricultural Science |
১৪ | ধর্মীয় শিক্ষা | Religious Studies |
ট্রাস্টের অর্থে প্রাথমিকভাবে ১০ (দশ) কোটি টাকা দিয়ে পিএইচ.ডি. ফেলোশিপ প্রদানের জন্য ‘পিএইচ.ডি. তহবিল’ নামে একটি স্থায়ী তহবিল গঠন করা হবে। পরবর্তীতে কোনো অনুদানের অর্থ, বিত্তবান/সমাজহিতৈষী কোনো ব্যক্তির আর্থিক অনুদান এবং ট্রাস্ট তহবিলের লভ্যাংশ হতে প্রদেয় অর্থ দ্বারা এ তহবিলের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে।
পিএইচডি ফেলোশিপ ২০২৩
প্রতিবারেরমত এবারেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত বিষয় সমূহে পিএইচডি গবেষনারত শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে।
কার্যক্রম | সময়সূচী |
অনলাইন আবেদন শুরু | ২৪ এপ্রিল ২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ২৩ মে ২০২৩, রাত ১২ টা পর্যন্ত |
আবেদনকারীর যোগ্যতা ও বয়স
১. সমগ্র শিক্ষা জীবনে নূন্যতম ২টি প্রথম বিভাগ (জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০) থাকতে হবে। ৯.২ বৃত্তির জন্য আবেদন জমাদানের তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
২. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে।
নিচের ছবিতে পিএইচডি ফেলোশিপ ২০২৩ বিজ্ঞপ্তি ও অন্যন্য বিষয়াদি এক নজরে দেখে নিন

পিএইচডি ফেলোশিপ অনলাইন আবেদন পদ্ধতি
প্রিয় পাঠক, এবার চলুন জেনে নিই অনলাইনে কিভাবে পি এইচ ডি গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনি সতর্কতার সাথে এই আবেদন সাবমিট করলে আশা করছি আপনি অবশ্যই নির্বাচিত হবেন।
আরও পড়ুনঃ মানসিক স্বাস্থ্য ও এর গুরুত্ব
মোট ০৬ টি ধাপে এই আবেদন করতে হবে। প্রত্যেকটি স্তর অনেক গুরুত্বপূর্ণ তাই খুব সাবধানে অনুসরণ করে ধীরে ধীরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দেখে শুনে সাবমিট করবেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. কোর্সে ভর্তিকৃত যে কোন গবেষক গবেষণাকর্ম সম্পাদনে বৃত্তির জন্য http://www.eservice.pmeat.gov.bd/mnp ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
পিএইচ.ডি. গবেষকগণের জন্য চিত্র ০১-এ প্রদর্শিত হোম পেজের “Ph.D. applicants” বাটনের “Click Here” লিংকে ক্লিক করতে হবে অথবা সরাসরি http://www.eservice.pmeat.gov.bd/mnp/step1p.php প্রবেশ করতে হবে।
ধাপ-১: ব্যক্তিগত বা মৌলিক তথ্যাদি
উপরোক্ত ঠিকানায় প্রবেশ করার পর আপনার সামনে পি এইচ ডি গবেষণার জন্য ফেলোশিপ প্রাপ্তির অনলাইন আবেদন ফরম চালু হবে। যার প্রথম ধাপ হলো মৌলিক তথ্য দেওয়ার ফরম।

আবেদনের প্রথম ধাপে-এ প্রদর্শিত তথ্যসমূহ পূরণ করতে হবে। গবেষকের নিজ নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানার পাশাপাশি সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ পূরণ করতে হবে।
জাতীয় পরিচয়পত্র, মোবাইল নং ও ই- মেইল এড্রেস পূরণপূর্বক “Continue” বাটনে ক্লিক করতে হবে। তথ্য সমূহ অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল লেটারে পূরণ করবেন।
আপনার জাতীয় পরিচয়পত্র অবশ্যই ১০ ডিজিট বা ১৭ ডিজিট হবে। ১৩ ডিজিট এর আইডি নম্বর হলে অনলাইন থেকে স্মার্ট আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
ধাপ-২: শিক্ষাগত যোগ্যতার তথ্যাদি
আবেদনের দ্বিতীয় ধাপে -এ প্রদর্শিত ছবির ন্যায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। উক্ত তথ্যাদি পরবর্তীতে লগইন -এর জন্য সংরক্ষণ করতে হবে। শিক্ষা সংক্রান্ত তথ্যাদি পূরণপূর্বক “Continue” বাটনে ক্লিক করতে হবে।

পিএইচডি ফেলোশিপ আবেদনের এই ধাপে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যাদি প্রদান করতে হবে। আপনি চাইলে পরেও এই তথ্য প্রদান করতে পারেন। এক্ষেত্রে মৌলিক তথ্য দেওয়ার পরই একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে।
সেটি সংগ্রহ করে রাখুন তাহলে যেকোন সময় আপনার আবেদন সম্পাদনা করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার তথ্যাদি সাবমিট করার সময় অবশ্যই সকল সনদ সাথে রাখুন।
আরও পড়ুনঃ সরকারি কর্মচারিগণের জন্য মাইগভ কোর্স
প্রথমে এসএসসি, পরে এইচএসসি, তারপর অনার্স ও মাস্টার্স পরীক্ষার তথ্য ধাপে ধাপে প্রদান করুন। অবশ্যই সনদেত যেভাবে আছে তা অনুসরণ করুন। এখানে আপনার প্রত্যেকটি স্তরের প্রতিষ্ঠানের নাম, পাশের সাল, শিক্ষাবোর্ড এবং ফলাফল সঠিকভাবে এন্ট্রি করুন।
ধাপ-৩: পিএইচডি সম্পর্কিত তথ্যাদি

উল্লেখিত পিএইচডি সংক্রান্ত তথ্যাদির ক্ষেত্রে আবেদনকারীর অধ্যয়নরত প্রতিষ্ঠান, সেশনসহ অন্যান্য তথ্যাদি পূরণ করতে হবে।
আপনি যে প্রতিষ্ঠানে পিএইচডি করছেন তার নাম ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করুন। আপনার পিএইচডি সুপারভাইজর থেকে নেওয়া সার্টিফিকেট জেপিজি ফরম্যাটে আপলোড করুন;
তারপর রেজিষ্ট্রেশন নম্বর ও সেশন এর তথ্য প্রদান করে কনটিনিউ বাটনে ক্লিক করুন। এতে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
ধাপ-৪: গবেষণার তথ্য
যেহেতু গবেষণার জন্য এই ফেলোশিপ প্রদান করা হবে তাই এই ধাপটি আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সতর্কতার সাথে এই ধাপটি পূরণ করে সাবমিট করবেন।

চিত্র ০৫ -এ উল্লেখিত গবেষণা সংক্রান্ত তথ্যাদির ক্ষেত্রে আবেদনকারীর গবেষণার বিষয় পূরণ করতে হবে। গবেষণাকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, যৌক্তিকতা, অনুসৃত পদ্ধতি, সম্ভাব্য ফলাফল অন্তর্ভুক্ত করে ১০০০ শব্দের মধ্যে গবেষণা প্রস্তাব (Synopsis) আপলোড আপলোড করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থিত বিষয়ে এম.ফিল./পিএইচ.ডি. কোর্সে ভর্তির Letter of Acceptance থাকলে মূল কপি আপলোড করতে হবে।
প্রস্তাবিত গবেষণা কর্মের/গবেষণাক্ষেত্রের ওপর পূর্বে কোনো গবেষণা হয়ে থাকলে তার বিবরণ এবং নতুন গবেষণার যৌক্তিকতা উল্লেখপূর্বক ফাইল আপলোড করতে হবে।
পূর্বে গবেষণা না হয়ে থাকলে প্রাসংগিক গবেষণাকর্মের আলোচনার ফাইল আপলোড করতে হবে। সুপারভাইজার এবং কো- সুপারভাইজারের প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করতে হবে। চাকুরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ রেফারেলের জন্য বিভিন্ন ধরনের সেবাকেন্দ্র সমূহ
ধাপ-৫: ফাইল সংযুক্ত করণ
পিএইচডি ফেলোশিপ অনলাইন আবেদনের এই ধাপে প্রয়োজনীয় ফাইল আপলোড করতে হবে। আপনার প্রয়োজনীয় সকল ফাইল কম্পিউটারে স্ক্যান করে একটি নির্ধারিত ফোল্ডারে সেভ করে নিন।

পিএইচডি ফেলোশিপ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. আবেদনকারীর ছবি;
২. আবেদনকারীর স্বাক্ষর;
৩. এসএসসি বা সমমানের সনদ;
৪. এইচএসসি বা সমমানের সনদ;
৫. স্নাতক সনদ;
৬. মাস্টারর্স সনদ;
৭. চাকরিরতদের জন্য প্রতিষ্ঠান থেকে নো অবজেকশন লেটার;
৮. অন্য কোনো ফেলোশিপ পাচ্ছেন না মর্মে নিশ্চায়ন পত্র;
উপরোক্ত তথ্যদি সঠিকভাবে নামের পাশে দেওয়া ফরম্যাটে সেভ করে আপলোড করে সাবমিট করুন। উল্লেখিত ফাইলগুলো সংযুক্ত করে “Save & Show Preview” বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-৬: পিএইচডি ফেলোশিপ আবেদন চুড়ান্ত সাবমিট
সরবরাহকৃত সকল তথ্যাদি পরবর্তী পেজে প্রদর্শিত হবে। তথ্যের কোন পরিবর্তন না থাকলে “Confirm & Submit” বাটনে ক্লিক করতে হবে।

পঞ্চম ধাপে নিশ্চিতকরণ বার্তার মাধ্যমে আবেদনের একটি আইডি এবং ডাউনলোড লিংক চিত্র ০৭ -এর ন্যায় প্রদর্শিত হবে। “Download” বাটনে ক্লিক করে উক্ত PDF ফাইলটি সংরক্ষণ করতে হবে।
PDF ফাইলে প্রাপ্ত “User ID” এবং “Password” দিয়ে পরবর্তীতে লগইন করে এম. ফিল. ও পিএইচ. ডি. কোর্সে ফেলোশিপ ও বৃত্তির তথ্য পাওয়া যাবে।
ফেলোশিপ ও বৃত্তির হার, অনুদান, তত্ত্বাবধায়ক ও গবেষকের সম্মানী
ক. পিএইচ.ডি. কোর্সে গবেষণার জন্য নির্বাচিত গবেষককে প্রতিমাসে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
খ. উপাত্ত সংগ্রহ, বই-পুস্তক ক্রয় ও অভিসন্দর্ভ (থিসিস) মুদ্রণ/কম্পিউটার কম্পোজের জন্য গবেষককে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করা হবে।
গ. গবেষণা পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানের জন্য গবেষণা তত্ত্বাবধায়ককে এককালীন সম্মানী বাবদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হবে। একাধিক গবেষণা তত্ত্বাবধায়কের ক্ষেত্রে সম্মানী ভাতা ৬০:৪০ হারে প্রদান করা হবে।
ফেলোশিপ ও বৃত্তি প্রদানের শর্ত ও নিয়মাবলি
১. গবেষণার মেয়াদ সাধারণত ৩ (তিন) বছর হবে। তবে বিশেষ ক্ষেত্রে তত্ত্বাবধায়কের সুপারিশক্রমে গবেষণার মেয়াদ সর্বোচ্চ ০১ (এক) বছর বৃদ্ধি করা যেতে পারে। গবেষণার মেয়াদ বৃদ্ধি করা হলেও বৃত্তির মেয়াদ ৩ (তিন) বছরই সীমাবদ্ধ থাকবে।
২. বৃত্তির জন্য মনোনীত হবার পর প্রার্থীকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুদ্রিত একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিনানুমতিতে গবেষকগণ অন্য কোনো উৎস হতে একই গবেষণার জন্য অর্থ গ্রহণ করতে পারবেন না।
৩. চুক্তির কোনো শর্ত ভংগ করলে অথবা স্বেচ্ছায় গবেষণার কাজ বন্ধ করলে অতিরিক্ত ৫% অর্থসহ বৃত্তি হিসাবে প্রাপ্ত সমূদয় অর্থ ফেরত দিতে হবে। ব্যর্থতার জন্য তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষকে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হবে।
৪. গবেষকগণ প্রতি ৬ (ছয়) মাস অন্তর তত্ত্বাবধায়কের মাধ্যমে গবেষণা কাজের অগ্রগতি প্রতিবেদন ট্রাস্টে দাখিল করবেন। তত্ত্বাবধায়ক কর্তৃক সন্তোষজনক অগ্রগতি প্রতিবেদনের ভিত্তিতে কিস্তির অর্থ ছাড় করা হবে। ৫ম ও ৬ষ্ঠ কিস্তির অর্থ গ্রহণের পূর্বে গবেষণা অভিসন্দর্ভ জমাদানের প্রত্যয়নপত্র দাখিল এবং অভিসন্দর্ভের চূড়ান্ত কপি (৩ কপি) ও একটি সফট কপি ট্রাস্টে জমা দিতে হবে। এছাড়া, গবেষকের এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং তত্ত্ববধায়কের সম্মানী বাবদ এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ডিগ্রি প্রাপ্তির পর প্রদান করা হবে।
৫. গবেষকগণ নিয়মিত গবেষক পূর্ণকালীন এবং খন্ডকালীন (সর্বোচ্চ ২০ শতাংশ) হিসেবে গবেষণায় নিয়োজিত থাকবেন ।
৬. ট্রাস্ট থেকে পিএইচ.ডি. কোর্সে বৃত্তিপ্রাপ্ত গবেষককে তাঁর অভিসন্দর্ভের কৃতজ্ঞতা স্বীকারে উল্লেখ করতে হবে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ফেলোশিপপ্রাপ্ত হয়ে গবেষণাকর্ম সম্পন্ন করা হয়েছে।
৭. কোনো গবেষক ফেলোশিপপ্রাপ্ত হবার পর প্রথম বছরের গবেষণা কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন প্রদানে ব্যর্থ হলে তাঁর ফেলোশিপ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
আশা করছি আপনি সফলতার সাথে পিএইডি ফেলোশিপ আবেদন সুন্দরভাবে সাবমিট করতে পারবেন।