সরকারি কর্মকর্তাদের মাইগভ সেবায় পারদর্শী করার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ইতোমধ্যে সরকারি কর্মচারিগণের জন্য মাইগভ কোর্স নামে একটি কোর্স অবমুক্ত করা হয়েছে। দেশের জনগণের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার জন্য ও মাইগভ পদ্ধতি চালু করে গণপ্রযতন্ত্রি বাংলাদেশ সরকার।
আজকে আমরা জানবো দেশের সরকারি অফিস-আদালত সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত মুক্তপাঠের মাইগভ অনলাইন কোর্স কিভাবে করবেন, কিভাবে মাইগভ কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং কিভাবে সকল প্রশ্নের উত্তর সাবমিট করবেন সে বিষয়ে।
সূচীপত্র
‘মাইগভ’ কোর্স এনরোল
সরকারি কর্মচারিগণের জন্য ‘মাইগভ’ অনলাইন কোর্স শুরু করার জন্য প্রথমেই আপনাকে মুক্তপাঠের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে এবং কোর্সের নাম অথবা সরাসরি কোর্সের লিংকে প্রবেশ করে কোর্স এন্ড রোল করতে হবে।
মাইগভ মুক্তপাট অনলাইন কোর্স অংশগ্রহণ করার জন্য এই লিংকে ক্লিক করুন অথবা নিচের কোর্স শুরু করুন বাটনে ক্লিক করুন।
সরকারি কর্মচারিগণের জন্য মাইগভ কোর্স
সরকারি কর্মচারীগণেরপেশাগত দক্ষতা বৃদ্ধি করা, মাইগভ প্লাটফর্ম ব্যবহারে পারদর্শী করে তোলা এবং মাইগভের মাধ্যমে প্রাপ্ত নাগরিক আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করতে সর্বোচ্চ মানের সেবা প্রদানের সক্ষমতা অর্জন করা।
সকল সরকারি সেবাকেএকটি প্লাটফর্ম হতে প্রদানের জন্য‘মাইগভ’ এর যাত্রা শুরু হয়। রুপকল্প ২০৪১:স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারি সেবাসমূহকে ই-সেবায় রুপান্তর করতে এটুআই প্রোগ্রামের উদ্যোগে ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্ববধানে নির্মিত ‘মাইগভ’একটি সমন্বিত সেবা প্লাটফর্ম।
মাইগভে নাগরিকগণ একটি মাত্র ওয়েব ঠিকানায় একবার নিবন্ধন করেই অনলাইনে সকল সরকারি সেবার অনলাইনে আবেদন ও সেবাগ্রহণ করতে পারছেন।
এর ফলেনাগরিক যেমনভাবে কম সময়, ব্যয় ও ভ্রমণে সর্বোচ্চ মানের সেবা পাচ্ছেন, তেমনিভাবে সরকারি কর্মচারীগণ দ্রুত সেবা প্রদান করতে পারছেন।
মাইগভ প্লাটফর্ম ব্যবহার করে সরকারি সেবা গ্রহণ পদ্ধতি সম্পর্কে ধারণা থাকানাগরিক ও সরকারি কর্মচারী উভয়ের জন্যই জরুরি। মুক্তপাঠের মাইগভ সম্পর্কিত ভিডিও কন্টেন্টসমূহ এ চাহিদা মেটাতেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাইগভ পরিচিতি
বাংলাদেশ সরকার দেশের সকল সরকারি সেবাকে ই-সেবায় রুপান্তরের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি ম্যানুয়াল সেবাকে দ্রুততার সাথে ডিজিটাইজ করার লক্ষ্যে ও সকল সেবাকে একটি প্লাটফর্মে আনতে এটুআই প্রােগ্রামের উদ্যোগে মাইগভের কার্যক্রম শুরু হয়।
তাই ভিশন-২০৪১ বাস্তবায়ন ও “এক ঠিকানায় সকল সরকারি সেবা” – স্লোগানটিকে সামনে রেখে তৈরি করা হয়েছে বাংলাদেশ সরকারের একটি ডিজিটাল প্লাটফর্ম – “মাইগভ”
এই প্ল্যাটফর্মটি তৈরির পরিকল্পনা, বাস্তবায়ন ও সহযােগিতায় রয়েছে a2i (Aspire to Innovate), মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি।
মাইগভ প্ল্যাটফর্ম পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে:
১। পরিচয় দিবাে একবার, সেবা নেবাে বারবার
২। চাওয়ার আগেই সেবা
৩। যে কোন স্থান হতে সেবা প্রাপ্তি
৪। সাশ্রয়ী সময়, ব্যয় ও যাতায়াতে উন্নত সেবা
৫। গ্রাহক সন্তুষ্টির পরিমাপ

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য মাইগভ এ যেসব সুবিধাসমূহ রয়েছে
ক. ই-সার্ভিস গ্রহণে মাইগভ প্ল্যাটফমে একক লগইন,
খ. ই-সার্ভিস সিস্টেমের মধ্যে আন্তঃসংযােগ,
গ. মাইগভ ইমপ্লিমেন্টেশন পার্টনারবৃন্দের সাপাের্ট সার্ভিস এর সুবিধা,
ঘ. সমন্বিত সেবা প্রদান প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সেবা প্রদান।

বিভিন্ন মাধ্যম হতে মাইগভের সেবাসমূহ পাওয়া যায়। সেগুলাে হচ্ছে-
ওয়েব (mygov.bd) > মােবাইল অ্যাপ > ৩৩৩ কল সেন্টার > ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি > একসেবা উদ্যোক্তা > সেবাপ্রদানকারীর নিজস্ব ডিজিটাল বা অনলাইন সেবাদান সিস্টেম;
পরবর্তী কনটেন্টগুলােতে মাইগভ প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে মাইগভ নিবন্ধন, সেবা ব্যবস্থাপনা ও প্রােফাইল ব্যবস্থাপনা সম্পন্ন করা যায়, কিভাবে সেবা গ্রহণের জন্য আবেদন করতে হয়, কিভাবে সেবা ট্র্যাকিং, সেবার বর্তমান অবস্থা অনুসন্ধান ও সেবা সংক্রান্ত অভিযােগ দাখিল করতে হয়, তা জানতে পারবেন।
আপনার জন্য আরও কিছু তথ্য: