৩০ অক্টোবর ২০২২ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য সম্বলিত সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধান কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের রাজস্ব বাজেটভুক্ত সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত ডাটাবেস প্রস্তুতকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়ােজিত প্রশিক্ষণে জুম প্লাটফর্মে অংশগ্রহণ নিশ্চিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।
মাউশি আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য সম্বলিত সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ
অর্থ বিভাগের স্মারক নম্বর- ০৭.০০.০০০০.০০০.২৫.২১১.২২-২৮৪/১, তারিখ: ২৬ অক্টোবর ২০১৭ খ্রি. এর আলোকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিন্মরূপ:
সরকার সরকারি সকল প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যের ডাটাবেইজ প্রস্তুতের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংক হিসাবের তথ্য সহজে সংগ্রহ করার জন্য অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডেলিভারী থু ইমপ্লিমেন্টেশন অফ BACS and iBAS++ স্কিম’ এর আওতায় iBAS++ এর Stock Take of Bank Accounts’- সাব-মডিউল উন্নয়ন করা হয়েছে।
উক্ত সিস্টেমে স্ব স্ব দপ্তর কর্তৃক ব্যংক হিসাবের তথ্য একজন কর্মচারী কর্মকর্তা এন্ট্রি করবেন এবং সংশ্লিষ্ট কার্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) তা অনুমােদন (Approve) করবেন। iBAS++- এর Stock Take of Bank Accounts’- সাব-মডিউলের তথ্য এন্ট্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক মাঠ পর্যায়ের ডিডিও ও অপর একজন কর্মকর্তা/কর্মচারীকে জুম প্লাটফর্মে অনলাইনে প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ সংযুক্তিতে বর্ণিত তারিখ ও সময়ে অনলাইনে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখের পূর্বেই অনলাইনে রেজিস্ট্রেশন (http://training.finance.gov.bd/onlinetraining) কার্যক্রম সম্পন্ন করে (সংযুক্তিঅনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি) প্রশিক্ষণে অংশগ্রহ নিশ্চিত করতে হবে।
এমতাবস্থায়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়ােজিত অনলাইন প্রশিক্ষণে নির্ধারিত তারিখ ও সময়ে অংশগ্রহণের জন্য মহাপরিচালক মহােদয়ের নিদের্শক্রমে অনুরােধ করা হলাে।
মাউশি আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য সম্বলিত সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ নির্দেশনা ডাউনলোড
নিচের বাটনে ক্লিক করে মাউশি আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য সম্বলিত সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ নির্দেশনাটি ডাউনলোড করে নিতে পারেন।

আপনার জন্য আরও কিছু তথ্য: