বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে শিশু-কিশোর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে উৎসাহ দেওয়ার জন্য শেখ রাসেল পদক ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের আয়োজনে আমরা জানবো শেখ রাসেল পদক বিজ্ঞপ্তি, আবেদন এবং পদক পাওয়ার যাবতীয় নীতিমালা বিষয়ে।
এই আলোচনায় আপনার এই সংক্রান্ত সকল প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। শেখ রাসেল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। দেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম পথিকৃৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ছেলে শেখ রাসেল-কে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
দেশের শিশু-কিশোরদের শেখ রাসেল সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিভিন্ন পুস্তক প্রকাশ এবং বাৎসরিক নানা আয়োজনের মাধ্যমে শেখ রাসেল সম্পর্কে জানানোর চেষ্টা করা হচ্ছে।
শেখ রাসেল পদক ২০২৩
জাতীর পিতার কণিষ্ট পুত্র শেখ রাসেলকে দেশের আপামর জনতার নিকট পরিচিত করা এবং তার ইতিহাসকে প্রচার প্রসার করার জন্য এবং দেশের শিশু কিশোরদের উৎসাহ প্রদান করার জন্য পদক চালু করা হয়েছে।
২০২৩ সালের জন্য শেখ রাসেল পদক প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী শিশু কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে উৎসাহ প্রদানের জন্য এই পদক দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ১৫ এপ্রিল ২০২৩ থেকে ২০ মে ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যাচাই বাছাই করে আগামি ১৮ অক্টোবর ২০২৩ ফলাফল ঘোষণা করা হবে।
‘শেখ রাসেল পদক ২০২৩’ এর জন্য আবেদন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়- স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
এরই প্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর ২০২৩ দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
২০২৩ সালে পদক আবেদন সংক্রান্ত সময়-সূচী
পর্যায় | সময়-সীমা |
আবেদন আহ্বান/বিজ্ঞপ্তি প্রকাশ | ১১ এপ্রিল |
আবেদন দাখিল | ১৫ এপ্রিল – ২০ মে |
যাচাই-বাছাই কমিটি কর্তৃক বাছাইকরণ | ২১ মে – ৩০ জুন |
মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়ন কার্যক্রম সম্পন্নকরণ | ০১ জুলাই – ৩১ আগস্ট |
কেন্দ্রীয় কমিটি কর্তৃক চূড়ান্তকরণ | ০১ সেপ্টেম্বর – ৩০ সেপ্টেম্বর |
ঘোষণা | ১৮ অক্টোবর |
নিচের ছবিতে শেখ রাসেল পদক ২০২৩ আবেদন সংক্রান্ত তথ্যাদি দেখুন

আবেদন সংক্রান্ত সার-সংক্ষেপ
১. ‘www.sheikhrussel.gov.bd’ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণক আবশ্যিকভাবে দাখিল করতে হবে;
২. পুরস্কার প্রদানের ক্ষেত্রে পূর্ববর্তী সর্বাধিক ০৩ ক্যালেন্ডার বছর অর্থাৎ ২০২০, ২০২১, ২০২২ (জানুয়ারি-ডিসেম্বর) এর কর্মকাণ্ড বিবেচনাপূর্বক ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করা হবে;
৩. পদক এর কোনো ক্ষেত্রে একবার পুরস্কার প্রাপ্ত হলে, ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান একই উদ্ভাবন বা অবদানের জন্য পরবর্তীতে আর বিবেচিত হবেন না;
৪. প্রাতিষ্ঠানিক আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে আবেদন করতে হবে;
৫. আবেদন দাখিলের ক্ষেত্রে পদক নীতিমালা ২০২২ অনুসরণ করতে হবে। উক্ত নীতিমালা এবং বিস্তারিত তথ্যের জন্য www.doict.gov.bd, www.sheikhrussel.gov.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হলো।
প্রিয় পাঠক, শেখ রাসেল পদক ২০২৩ আবেদন সংক্রান্ত অন্যন্য তথ্য পাওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং শেখ রাসেল অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
এবার আমরা শেখ রাসেল পদক সম্পর্কে সব কিছু আলোচনা করবো। সাথেই থাকুন। আর যেকোন মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
শেখ রাসেল পদক নীতিমালা ২০২২
পদক এর পটভূমি
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।
মাত্র সাত বছর বয়সে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে শেখ রাসেল তাঁর মা, দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ধানমন্ডি ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বর ঘাতক চক্রের নির্মম বুলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রাণ হারান।
মাত্র ১০ বছরের শিশু শেখ রাসেলের এই নির্মম হৃদয়বিদারক হত্যাকাণ্ড ১৫ আগস্টের কলঙ্কময় কালো রাতকে অধিকতর কলঙ্কিত করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের সারিতে অন্তর্ভুক্তকরণে এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ (BDP 2100) বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় দেশব্যাপী আইসিটি শিক্ষার প্রসারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত কম্পিউটার ল্যাবগুলোকে শেখ রাসেলের স্মরণে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ নামে নামকরণ করা হয়েছে; যা একটি যুগান্তকারী পদক্ষেপ।
দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান সম্প্রসারণ ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি শেখ রাসেলের অমর স্মৃতি শিশু- কিশোরদের মাঝে জাগ্রত করছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
প্রতিবছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার তথা বর্তমান প্রজন্মের শিক্ষার্থী/শিশু-কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে তাদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। শেখ রাসেল ছিলেন শিশুদের বন্ধু ও গরীব দুঃখী মানুষের সাহায্যকারী।
আর্তমানবতার সেবাই ছিল তাঁর জীবনের ব্রত ও উদ্দেশ্য। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দানে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শক্তিতে বলীয়ান হবে।
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ‘শেখ রাসেল দিবস’-কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর পদক প্রদান করার নিমিত্ত ‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২’ প্রণয়ন করা হলো।
শেখ রাসেল পদক প্রদানের উদ্দেশ্য
শিশু-কিশোর এবং তাদের উন্নয়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শেখ রাসেল পদক প্রদান করা।
পদক প্রদানের ক্ষেত্র
নিচের তালিকায় দেখে নিন কোন কোন ক্ষেত্রে রাসেল পদক প্রদান করা হবে।
পুরস্কার প্রদানের ক্ষেত্রসমূহ | কারা পাবে |
শিক্ষা | ব্যক্তি |
বিজ্ঞান ও প্রযুক্তি | ব্যক্তি |
ক্রীড়া | ব্যক্তি |
প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর | ব্যক্তি |
শিল্পকলা ও সংস্কৃতি | ব্যক্তি |
ক্ষুদে প্রোগ্রামার | ব্যক্তি |
ক্ষুদে উদ্ভাবক | ব্যক্তি |
ক্ষুদে লেখক | ব্যক্তি |
ডিজিটাল স্কুল | প্রতিষ্ঠান |
ডিজিটাল এক্সিলেন্স | প্রতিষ্ঠান |