দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ মুক্তপাঠের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত যেসকল শিক্ষকগণের ইতোমধ্যে পিডিএস আইডি সংগ্রহ করেছে তারা অনলাইনে মাউশি কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন কোর্সটি সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে হবে।
জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর বিষয় ভিত্তিক কোর্সে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শিক্ষককে অবশ্যই এই কোর্সটি তে অংশগ্রহণ করে সনদ সংগ্রহ করতে হবে অন্যথায় কোনভাবেই বিষয়ভিত্তিক কোর্সে অংশগ্রহণ করতে পারবে না।
আজকে আমরা জানবো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন কোর্স সম্পর্কে। কিভাবে এই কোর্সটি তে অংশগ্রহণ করবেন এবং কিভাবে সনদ সংগ্রহ করবেন সেই সাথে আমরা এই কোর্সের উদ্দেশ্য, কোর্সের মডিউল সমূহ এবং কোর্স আউটলাইন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করব।
সূচীপত্র
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কোর্সের বিবরণ

শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি মহোদয় গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সরকার কর্তৃক অনুমোদনকৃত ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নতুন শিক্ষাক্রম সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে সকল শিক্ষক, প্রশিক্ষক ও কর্মকর্তাগণের জন্য অনলাইন কোর্সটি মুক্তপাঠে উন্মুক্ত করা হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে।
প্রস্তাবিত শিক্ষাক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বেই সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবেন শিক্ষক সমাজ।
শিক্ষাক্রম বিস্তরণে শিক্ষকদের ধারাবাহিকভাবে বিভিন্ন অফলাইন ও অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক ও ইস্যুভিত্তিক অনলাইন কোর্স পর্যায়ক্রমে শুরু করা হবে।
এই কর্মপরিকল্পনারই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সকল শিক্ষককে অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ’ বিষয়ক কোর্সটি সম্পন্ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ দেশের শিক্ষাব্যবস্থায় বেশকিছু গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন আনতে যাচ্ছে। এই পরিবর্তন সম্পর্কে সকল অংশীজনকে পরিপূর্ণ ও সঠিক ধারণা প্রদান করার উদ্দেশ্যে এই অনলাইন প্রশিক্ষণটি ডিজাইন করা হয়েছে।
শিক্ষাব্যবস্থার সকল পর্যায়ে একই ধারণা প্রদান করা না গেলে শিক্ষাক্রমের সঠিক ও সফল বাস্তবায়ন অসম্ভব। কাজেই বিষয়টির গুরুত্ব বিবেচনায় শিক্ষাক্রম কাঠামো, শিক্ষাক্রমের ধারণার ব্যাপক বিস্তরণের জন্য প্রশিক্ষণ পদ্ধতিতেও নতুনত্ব আনা হচ্ছে।
শিক্ষাক্রম বিস্তরণ একদিকে যেমন সরাসরি বিভিন্ন প্রশিক্ষণ ও প্রচারের মাধ্যমে বিস্তরণ ঘটানো হবে, সেই সঙ্গে আইসিটি ব্যবহার করে বিভিন্ন মিডিয়াতে অনলাইন ও অফলাইন বিস্তরণের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে মুক্তপাঠে এই প্রশিক্ষণটি উন্মুক্ত করা হয়েছে।
এই কোর্সের উদ্দেশ্য:
১) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর বিষয়ে সকল শিক্ষক, প্রশিক্ষক এবং কর্মকর্তাদের অবগত করা
২) জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন সম্পর্কে অবহিত করা
৩) জাতীয় শিক্ষাক্রম-এর দর্শন, রূপকল্প, অভিলক্ষ্য এবং যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম সম্পর্কে অবহিত করা
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিষয়বস্তু
এই কোর্সে মোট ৯টি মডিউল ও প্রত্যেকটি মডিউলের অভ্যন্তরে ৩-৫টি পাঠ/লেসন রয়েছে। প্রত্যেকটি পাঠ/লেসনে নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে কোর্সটি সম্পন্ন হবে। উল্লেখ্য, প্রতিটি পাঠ/লেশন সম্পন্ন হলে ডান পাশে সবুজ টিকমার্ক দেখাবে।
প্রতিটি পাঠ বা লেসনের মধ্যে কয়েক ধরণের কার্যক্রম রয়েছে। যেমন-
পূর্ব অভিজ্ঞতা: শিক্ষক হিসেবে আপনার বর্তমানে চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য দিতে হবে। যেমন, বর্তমানে শ্রেণিকক্ষে কোন প্রক্রিয়ায় শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন বা কোন উদ্দেশ্যে করেন তার চেকলিস্টে সিলেক্ট করে তথ্য প্রদান করতে হবে। উত্তর দেয়ার ক্ষেত্রে একের অধিক অপশনও বা সর্বোচ্চ ৪টি সিলেক্ট করা যাবে)। এভাবে এই পাঠ/লেসনটি সম্পন্ন হবে এবং সবুজ টিক চিহ্ন দেখা যাবে।
ভিডিও কনটেন্ট: এই সকল পাঠে ভিডিওর মাধ্যমে কোর্সের বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। প্রতিটি ভিডিও সম্পূর্নভাবে দেখতে হবে। টেনে টেনে ভিডিও দেখা যাবে না। ভিডিও’র নিচে নির্ধারিত সময় উল্লেখ করা আছে। ভিডিও নির্ধারিত সময় অতিবাহিত হলেই কেবল এই পাঠগুলো সম্পন্ন হবে এবং সবুজ টিক চিহ্ন দেখা যাবে।
পাঠ সহায়িকা: এই ধরণের পাঠে রিডিং ম্যাটেরিয়াল পিডিএফ আকারে উপস্থাপন করা হয়েছে। পিডিএফগুলো নির্ধারিত সময় ধরে পড়তে হবে। পিডিএফ এর নিচে নির্ধারিত সময় উল্লেখ করা আছে। পরবর্তীতে সংরক্ষণের জন্য পিডিএফগুলো চাইলে লিংকে ক্লিক করে ডাউনলোড করা যাবে।
কুইজ: প্রতিটি মডিউলের ভেতরে এক/একাধিক কুইজ রয়েছে। শিখন যাচাইয়ের জন্য কয়েকটি সহজ প্রশ্ন (সাধারণত MCQ) দেয়া আছে। প্রতিটি কুইজ সঠিক উত্তর দেয়ার মাধ্যমে নির্ধারিত পাশ নম্বর অর্জন করতে হবে। এক্ষেত্রে একবারে পাশ নম্বর অর্জন না করলে পুনরায় চেষ্টা যাবে। কুইজে অংশ পাশ করার মাধ্যমে এইঅংশ সম্পন্ন হবে।
আত্মমূল্যায়ন: শিক্ষক হিসেবে আপনার পূর্বের অভিজ্ঞতার সাথে নতুন শিক্ষাক্রমের পার্থক্য বা নতুনত্ব, আপনার করণীয় ইত্যাদি বিষয়গুলো এই অংশে লিখে জানাতে হবে। এখানে নির্ধারিত টেক্সট বক্সে উত্তরগুলো সাবমিট করতে হবে। উত্তর সাবমিট করলে পাঠ/লেসনটি সম্পন্ন হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ পাঠতালিকা
নিচের তালিকায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ পাঠতালিকা দেওয়া হলো। এখান থেকে আপনি মডিউল ভিত্তিক পাঠ পাবেন। আপনার পছন্দের মডিউল শিরোনামের পাশে পড়ুন বাটনে ক্লিক করে পড়তে পারবেন।
[ninja_tables id=”3558″]
এই কোর্সটি সম্পন্ন করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে আপনি মুক্তপাঠের সাপোর্টার অথবা শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডর শিক্ষকের সাথে যোগাযোগ করে সমাধান করে নিতে পারেন।
অথবা আপনি চাইলে স্বপ্ন ইশকুল ফেসবুক পেইজে মেসেজ করে বিষয়টি জানালে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সহযোগীতা করার সেই সাথে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আপনার জন্য আরও কিছু তথ্য:
এছাড়া যে কোন সমস্যায় যোগাযোগ করুন:
জেলা পর্যায়ের সহায়তার জন্য ICT4E এম্বাসেডর শিক্ষকদের তালিকা
কারিগরী কোন বিষয়ে সহায়তার জন্য- মুক্তপাঠের ইউজার ম্যানুয়াল দেখুন এই লিংকে।
অথবা সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে আবেদন করুন এই লিংকে।
মুক্তপাঠ টিমের সাথে যোগাযোগ
ইমেইল: info.muktopaath@gmail.com
ফোন নম্বর: ০১৩০২৮৭৯২২৭, ০১৯৪১৪১১৩৪৬, ০১৭১৩২৪৩৬৬৭, ০১৫৭২০৫১৯৫২ (সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত):
ফেসবুক পেইজ: www.facebook.com/muktopaath.gov.bd